THE TORCH BEARER OF KOTALI GHARANA- SUBHASHISH MUKHERJEE

7

SUBHASHISH MUKHERJEE IS REGARDED AS THE ENLIGHTENED TROCH BEARER OF “KOTALI GHARANA” FOUNDED BY PANDIT TARAPAD CHAKRABORTY AND LED FORWARD BY  MANAS CHAKRABORTY, THE SON OF THE FOUNDER.

The son of a distinguished Tabla player Acharya Shyam Mukhopaddhay and the nephew of legendary music composer Nachiketa Ghosh, Subhashish Mukhopadhyay was born into a family deeply immersed in music. His training commenced under the illustrious Ustad Md.Saggiruddin Khan followed by Shri Sanjit Majumdar and Shri Shyamal Bhattacharya. Eventually, he came under the tutelage of one of the pillars of Hindustani classical music Pandit Manas Chakraborty, whose unique instructions led to Subhashish etching out a position of repute in contemporary music circles.A gold medalist in Masters from Rabindra Bharati University, he has long held faculty and examiner positions at the same institution.Abroad, he has served as faculty for four years at Pandit Swapan Choudhury’s Rupak School of World Music in California, and performed in several recitals.He has received numerous award and accolades throughout his career and has positioned himself as a lyricist and composer of utmost renown in Kolkata.
In today’s musical scenario, Subhashish Mukhopadhyay is concidered as a multi talented personality in various music genres.

সাঙ্গীতিক পরিবারে জন্ম। পিতা শ্যাম মুখোপাধ্যায় ছিলেন বাংলা গানের বিশিষ্ট তবলাবাদক। মামা ছিলেন কিংবদন্তি সুরকার নচিকেতা ঘোষ।
শুভাশিস তার সংগীত শিক্ষা শুরু করেন প্রবাদপ্রতিম সংগীত ব্যক্তিত্ব ওস্তাদ মহম্মদ সাগীরুদ্দিন খাঁ’র কাছে। তারপর শ্রী সঞ্জিৎ মজুমদার ও শ্রী শ্যামল ভট্টাচার্যের কাছে তিনি শিক্ষালাভ করেন। অবশেষে শুভাশিস শিক্ষাগ্রহণ করতে শুরু করেন ভারতীয় শাস্ত্রীয় গানের স্তম্ভ পন্ডিত মানস চক্রবর্তীর কাছে। তার বিশেষ তালীমে শুভাশিস আজ শাস্ত্রীয় সংগীতের শিল্পীদের মধ্যে এক বিশেষ স্থানে বিরাজিত। দেশে ছাড়া সুদুর ক্যালিফোর্নিয়ার সংগীতশিক্ষালয়ে পন্ডিত স্বপন চৌধুরীর নিমন্ত্রণে সে সুদীর্ঘ চার বছর শিক্ষাদান ও অনুষ্ঠান করেছে। এ ছাড়াও তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এবং পরীক্ষক হিসেবে বহুদিন ধরেই যুক্ত।
বহু পুরস্কারে ভূষিত হয়েছেন শুভাশিস।

সম্প্রতি একজন উচ্চমাত্রার বাংলা গানের গীতিকার ও সুরকার হিসেবে তিনি কোলকাতার সংগীত মহলে যথেষ্ঠ সমাদৃত হয়েছেন।