A VOCAL WITH A TORCH OF HOPE

SUPRIYA DAS, BENGAL SCHOLAR
North Indian Classical Vocalist from Bangladesh

Supriya Das is a disciple of Pandit Ulhas Kashalkar. She has been under the tutelage of this great guru of Indian classical music for the last four years at Bengal Parampara Sangeetalay (BPS) in Dhaka.

Born in Sylhet Supriya Das was taken to music by her mother. But her formal initiation took place at the age of ten as she was taken to Pandit Ramkanai Das. On her guru’s migration to the USA, Supriya came to Dhaka to have tutelage under Rezwan Ali. Not long after, she was summoned by Bengal Foundation to receive an intensive ten day long vocal training under Pandit Ulhas Kashakar at SRA, Kolkata. This was meant for some moral boosting before Supriya was sent on board for performance at the 2nd Bengal Classical Music Festival in 2014. Her taalim under Pandit Ulhas Kashalkar continued as she was selected as a fulltime scholar in Bengal Parampara Sangeetalay (BPS) since its inception.

Supriya’a notable previous appearances were Lakshyapar Classical Music Conference (2013, 2014, 2019), Daily Star’s Celebrating life Concert in Jahangirnagar University, Savar (2014), Shuddha Sangeet Utsab of Chayanaut (2014, 2015, 2016, 2018). She also performed at Shahjalal University of Science and Technology and Begum Rokeya University, Rangpur.

She is an A Grade Artiste in Nazrul Sangeet and Special Grade Artiste in Classical Vocal at Bangladesh Betar and enlisted in Bangladesh Television for Classical, Rabindra Sangeet & Nazrul Sangeet recitals.

Supriya had her BBA and MBA degrees from Shahjalal University of Science and Technology (SUST), Sylhet. As she has taken music as the one and only mission in life, she decided to continue academic studies in music and earned M.Mus degree from the University of Alternative Development, Dhaka.

Her progress under the Pandit Ulhas Kashalkarjee’s taalim is implied by her having been appointed as Assistant Tutor in Khayal Department at BPS.

Her rendition of Raga Malkauns at Bengal Music Festival of 2018 enthralled the audience, made her gurus proud and raised the hope of a bright future of classical music in Bangladesh.

Some of the links to Supriya Das’ Performance:
1) A performance at SUST, Sylhet:

2) One of the performances at Chhayanaut, Dhaka: https://www.youtube.com/watch?v=CBcONuHJWC8&feature=share&fbclid=IwAR13fHks7u7nKR8y-BRjLDlzzgs1YKWY1tSnppoZ-76pfOz7u8marnNy6NY

3) Debut performance at the 5th Annual Classical Music Conference of Lakshyapar, Narayanganj: https://www.youtube.com/watch?v=bd7fubKy3K0

4) Performance at the 6th Annual Classical Music Conference of Lakshyapar, Narayanganj:

5) Performance at Monsoon Session of Classical Music of Lakshyapar, Narayanganj

6) Performance on the occasion of Bengali New Year: https://vimeo.com/lakshyapar/httpsvimeocomlakshyaparraagtodisupriya

7) Performance at Chayanaut Sangeet Vidyayatan:

8) Some efforts at home launched to Sound Cloud:

সুপ্রিয়া দাশ

মা সুজাতা পাল এবং বাবা নগেন্দ্র নারায়ণ দাশ এর ঘর আলো করে সুপ্রিয়া দাশ এর জন্ম হয় সিলেটে ১৯৯০ সালে। মা গান করতেন বলে মায়ের কাছেই শুরু হয় সুপ্রিয়ার সুরের প্রথম পাঠ। ৫ম শ্রেণিতে অধ্যয়নকালে সূচিত হয় সুপ্রিয়ার জীবনের এক নতুন অধ্যায় যার কারণেই সুপ্রিয়া দাশ বর্তমান পর্যায়ে এসেছেন; মা’য়ের হাত ধরে শিশু সুপ্রিয়া চলে যায় প-িত রামকানাই দাশের কাছে। পরম ¯েœহে ও যতেœ রামকানাইশ দাশ সুপ্রিয়াকে তালিম দিয়েছেন আমৃত্যু। এরপর ২০১৩ সালে সুপ্রিয়া দাশ যান রেজোয়ান আলীর কাছে তালিম পেতে। ২০১৪ সাল সূচনা করে তার সংগীত জীবনের এক নতুন আখ্যানের। এ বছর শাস্ত্রীয় সংগীতের বড় বড় আসরে খেয়াল পরিবেশনের আমন্ত্রণ আসে তার কাছে। নারায়ণগঞ্জে ‘লক্ষ্যাপার’ এর ৫ম বার্ষিক শাস্ত্রীয় সংগীত সম্মিলনে খেয়াল পরিবেশন করার মধ্য দিয়ে অভিষেক ঘটে সুপ্রিয়া দাশের। এরপর তিনি ডাক পান ডেইলি স্টার এর কাছ থেকে। তাদের “সেলিব্রেটিং লাইফ” শিরোনামে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে অনুষ্ঠিত সারারাত ব্যাপি শাস্ত্রীয় সংগীত উৎসবে খেয়াল পরিবেশন করে মুগ্ধ করেন শ্রোতাদের। একই বছর বাংলাদেশের তরুণ প্রতিভা হিসেবে তিনি ডাক পান “বেঙ্গল শাস্ত্রীয় সংগীত উৎসব” এ খেয়াল পরিবেশনের। এই উৎসবে খেয়াল পরিবেশনের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে সুযোগ আসে কলকাতার সংগীত রিসার্চ একাডেমিতে প-িত উলহাস কশালকার এর কাছে দশ দিনের বিশেষ প্রশিক্ষণ গ্রহণের। এরই ধারাবাহিকতায় ‘বেঙ্গল স্কলার’ হিসেবে সুপ্রিয়া দাশ বর্তমানে পূর্ণকালীন আবাসিক বৃত্তি নিয়ে প-িত উলহাস কশালকারের কাছে তালিম লাভ করছেন “বেঙ্গল পরম্পরা সংগীতালয়” এ। ২০১৫ এবং ২০১৬ তে পরপর দুইবার ছায়ানট আয়োজিত শুদ্ধ সংগীত উৎসবে খেয়াল পরিবেশন করেন তিনি। ২০১৫ সালের অক্টোবর মাসে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত শাস্ত্রীয় সংগীতানুষ্ঠানেও খেয়াল পরিবেশনের জন্য তিনি আমন্ত্রিত হন।

গানের পাশাপাশি লেখাপড়াতেও সমান একনিষ্ঠ সুপ্রিয়া দাশ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে ¯œাতক ও ¯œাতকোত্তর পাঠ সুসম্পন্ন করেছেন। তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভূক্ত শিল্পী।

শাস্ত্রীয় সংগীত শিক্ষা গ্রহণের পাশাপাশি সুপ্রিয়া দাশ শিক্ষাদান প্রক্রিয়াতেও যুক্ত আছেন। বেঙ্গল পরম্পরা সংগীতালয়ে প্রশিক্ষণ সহকারী হিসেবে কাজ করছেন। এর আগে প-িত রামকানাই দাশ সৃষ্ট “সংগীত পরিষদ” এ পাঁচ বছর শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে তার।